headlines

GOOD NEWS HEADLINE

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Job: News Headline everyday1

alampur

 

Recent Tube

    Business

      Technology

        Life & style

          Games

            Sports

              Fashion

                » »Unlabelled » দুই শুন্যের খেলা খতম এককের সংখ্যার আগমনঃ
                educationbangladesh24.com/ahsan

                দুই শুন্যের খেলা খতম এককের সংখ্যার আগমনঃ আমরা অনেক সময় বিভিন্ন মানুষের ভাগ্য নিয়ে মন্তব্য করি- “শণি “ভাগ্যের মানুষ , ফটবল খেলোয়ারদের গোল শুন্য খেলার খবর ,পরীক্ষার ফলাফলের শুন্যর খবর , ভাগ্যের কারনে বিদেশ থেকে শুন্য হাতে ফেরার কথা , বন্যায় ডুবে যাওয়া ফসলের শুন্য মাঠের দৃশ্য , আগুনে পোড়া বাড়ি-ঘরের শুন্য দৃশ্য , ২০২০ সালের এস,এস,সির শুন্য খাতার পাবলিক পরীক্ষার ফলাফলের শুন্য খবর এমনকি করোনার কারনে বিভিন্ন দেশের মানুষ শুন্য হওয়ার খবরের মত নানা খরর শুনে থাকি। কারন শুন্য বলতে অংকে “০” কিন্তু বালায় হতাসা, খালি বা ফাকা কে বুঝায় । আসলে আমাদের এই শুন্য খেলা শুরু হয়েছিল দুই শুন্য সালের প্রথম বুধবার দিন দিয়ে । মহান সৃষ্টি কর্তার সকল দিন সমান তবে কিছু ভাল-মন্দ সৃষ্টিকর্তার বিধানে আর কিছু নিজের কর্মের কারনে তা ভাল বা মন্দ হয়ে যায়, তেমনি কিছু দিন আবার বিশেষ খাতিরে ভাল যেমন শক্রবার দিন । এবার কিন্তু প্রথম দিন শুক্রবার দিয়েই শুরু এবং দুই এর শুন্যের জায়গায় এক আছে । তাই শুন্য পরের সাল আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে এটাই আমাদের সবার প্রত্যাসা । ফুটবলে বাইশ জন খেলোয়ার ও এক জন রেফারী সহ মাঠে তেইশ জন তাদের অক্লান্ত পরিশমের পর গোলের খাতা শুন্য হলে খেলোয়ার সহ সমস্ত দর্শকদের যেমন ভাল উৎসাহ দেখা যায় না , ,সারা বছর ধরে প্রাইভেট পড়ে ও বাবা-মার কঠোর অনুশাসনের পরে অংকের খাতা জিরো পেলে মনের মধ্যে যেমন বিভিন্ন অনিহা তৈরী হয় , বেশী টাকা রোজগারের আশায় মূল্যবান সম্পদ ত্যাগ করে বিদেশ হতে করোনার অজুহাতে কিম্বা ভাগ্যের খেলায় খালি হাতে ফেরত এলে , মহামরী বন্যা ও জলোচ্ছাস কিম্বা ঘূর্ণিঝড়ের করনে পক্ক ফসলের মাঠ নষ্ট হয়ে গেলে , আমাদের মূল্যবান সম্পদ অগ্নি উৎপাতের কারনে সকল কিছু নষ্ঠ করলে , সর্বোপরি শিক্ষা খাত যে কোন দেশে উন্নয়নের চাবিকাঠি । একজন সু-শিক্ষিত নাগরিক তার দেশের উন্নয়নের পরিকল্পনা করেন । তাই উন্নয়ন পরিকল্পনাকারী তৈরিতে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধাপে ধাপে যাচাই বাছাই করে যোগ্য নাগরিক নির্বাচন করেন এবং তাদেরকে গরু দায়িত্ব অর্পন করে থাকেন এ ক্ষেত্রে ও তারা শুন্য কোটায় নির্বাচিত হয়ে থাকলে তেমনি শুন্য সালের শুন্য কপাল ভাল কিছু আশা করা যায় না । কিন্তু দুই শুন্যের কারনে এমন গুরুত্বপূর্ণ কাজ ও সমপ্ত হয় শুন্য দিয়ে । বিশেষ করে শিক্ষা খাতে শুন্য সালের ক্ষতি অসাধারন । এই ক্ষতি কে পুরন করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিন শুক্রবা বই তুলে দেওয়া হচ্ছে । যাহাতে দেশের উন্নয়নের কর্ণধার গড়ার ধারা অব্যহত থাকে তাই পুরাতন বছরের শুন্যের অভিসাপকে ভুলে গিয়ে নতুন বছরের একের সাফল্যে নিজের জীবন দৃঢ় প্রত্যয়ে গড়ার অঙ্গীকার করি ।

                «
                Next
                alampur
                »
                Previous
                ২০২১ সালের এস,এস,সি এবং এইচ,এস,সি পরীক্ষার খবরঃ
                Pages 7123456 »

                No comments:

                Leave a Reply