সাধারন ছুটি ১৪ এপ্রিল তারিখ পর্যন্ত বর্ধিত ও
প্রাঃবিঃ ১ম সামঃ পরিক্ষা স্থগিত হতে পারেঃ
বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-১৯-এর বিস্তার
থেকে দেশবাসীকে
রক্ষা করতে
সাধারণ ছুটি
আরও বাড়ানো
হতে পারে। ইতিপূর্বে
২৬ মার্চ
থেকে ৪
এপ্রিল পর্যন্ত
১০ দিনের
সাধারণ ছুটি
ঘোষণা করা
হলেও তা
বাড়িয়ে ১৪
এপ্রিল পর্যন্ত
করা হতে
পারে বলে
সরকারসংশ্লিষ্ট একাধিক
সূত্র জানিয়েছে। সোমবার
(৩০ মার্চ)
যায়যায়দিন পত্রিকায়
প্রকাশিত এক
প্রতিবেদনে এ
তথ্য জানা
যায়। প্রতিবেদনে আরও
জানা যায়,
দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের
বিস্তার কতটা
ঘটেছে বা
ঘটছে সে
বিষয়ে নিবিড়
পর্যবেক্ষণ করছেন
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। তিনি প্রতিদিনই
সংশ্লিষ্ট স্বাস্থ্য
মন্ত্রণালয় এবং
বিভাগের কর্তব্যক্তিদের
সঙ্গে কথা
বলছেন। সর্বশেষ আপডেট
জানছেন, দিচ্ছেন
প্রয়োজনীয় নির্দেশনা। একাধিক
বিশেষজ্ঞের সঙ্গে
বিষয়টি নিয়ে
আলোচনার পাশাপাশি
প্রধানমন্ত্রী বিশ্ব
পরিস্থিতিও পর্যালোচনা
করছেন। পরিস্থিতির অন্যান্য
বিশ্লেষণের ওপর
নির্ভর করে
ছুটি বাড়ানো
হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ
মালেক গতকাল
রোববার সকালে
অনলাইন ব্রিফিংয়ে
সাংবাদিকদের প্রশ্নের
জবাবে জানিয়েছেন,
ছুটি বাড়া
বা না
বাড়া পরিস্থিতির
ওপর নির্ভর
করছে। এ বিষয়ে
প্রধানমন্ত্রী সিদ্ধান্ত
নেবেন। মন্ত্রী বলেন,
ছুটি
বৃদ্ধির কারনে প্রথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরিক্ষা বাতিল হফে পারে বলে ও তিনি
মন্তব্য করেন।
I think you are not admin to Sora templates so why you have added the fun page on your blog. If you need your own facebook fun page so I suggest you make a fun page use your blog name. also if you think you need to help so you can ask me. I will great try to help you. I promise. contct me Sree Uzzal Kumer Shaha
ReplyDelete