headlines

    7:52 PM

GOOD NEWS HEADLINE

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Job: News Headline everyday1

alampur

 

Recent Tube

    Business

      Technology

        Life & style

          Games

            Sports

              Fashion

                » »Unlabelled » পি,এস,সি ও জে,এস,সি ফলাফল যাচাই করনঃ
                educationbangladesh24.com/ahsan



                প্রাথমিক পরিক্ষার ফলাফল যাচাই করবেন যেভাবেঃ
                ২০১৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হবে ফল পেয়ে যারা অসন্তুষ্ট তাদের জন্য পুনঃনিরীক্ষার সুযোগ রয়েছে জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে
                আবেদন
                শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে
                ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে পিন কোড নম্বরটি সংগ্রহ করতে হবে 
                আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস মোবাইল নম্বর (যে কোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে প্রতি বিষয়ের জন্য ১৮০ টাকা চার্জ ধরা হয়েছে একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে 
                এছাড়া এসএমএসের মাধ্যমে  প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানা যাবে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে  প্রাথমিক সমপনীর ফল জানতে DPE আর ইবতেদায়ি সমাপনীর ফল জানতে EBT লিখতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার্থীর নিজ উপজেলা বা থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ফিরতি এসএমএসে ফল জানা যাবে
                জে , এস, সি পরিক্ষার ফলাফল যাচাই করবেন যেভাবেঃ
                জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হবে ফল পেয়ে যারা অসন্তুষ্ট তাদের জন্য পুনঃনিরীক্ষার সুযোগ রয়েছে জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে
                 আবেদন
                শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে
                যেমন- ঢাকা বোর্ডের জন্য- RSC লিখে Dha লিখতে হবে এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে  বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে জেডিসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য RSC লিখে Mad লিখতে হবে এরপর রোল নম্বর লিখে স্পেস দিয়ে  বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে পিন কোড নম্বরটি সংগ্রহ করতে হবে 
                আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস মোবাইল নম্বর (যে কোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে প্রতি পত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হয়েছে 
                একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে যেমন- RSC স্পেস দিয়ে Dha স্পেস দিয়ে Roll স্পেস একাধিক বিষয় কোডের ক্ষেত্রে কমা দিয়ে লিখতে হবে তবে যেসব বিষয়ের দুটি পত্র (বাংলা ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড বাংলার জন্য (১০১) ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা


                «
                Next
                উপবৃত্তি ছাড়াও ৫০০ টাকা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : গণশিক্ষা প্রতিমন্ত্রী
                »
                Previous
                নতুন পাঠ্যক্রম-2020
                Pages 7123456 »

                No comments:

                Leave a Reply