GOOD NEWS HEADLINE

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Job: News Headline everyday1

alampur

 

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

» »Unlabelled » কোটা ভিত্তিক প্রেমের পত্র ( কোটা চাচাত ভাই-বোন)

কোটা ভিত্তিক প্রেমের পত্র ( কোটা চাচাত ভাই-বোন)

বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে প্রেম-ভালবাসার কাহিনী সম্বলিত কোন গল্প বা উপন্যাস কিম্বা সিনেমা অথবা বিনোদন সংষ্কৃতি নেই সেখানে প্রেম বা ভালবাসা নাই । আমরা আমাদের জীবনের অবসরে বিভিন্ন আড্ডায় ঐ সব কাহিনীর গল্প নিয়ে রঙ-তামানসা করে থাকি । আসলে বিশ্ব যেন প্রেম কাহিনীতে ভরপুর এবং প্রেমের পরিপূর্ণতার জন্যই এই বিশ্বে সৃষ্টি ও ধবংশ নির্ভর করছে । এই সব প্রেমের কাহিনীকে ও হার মানায় কোটা ভিত্তিক প্রেমের কাহিনী” নামক এক আজব গল্প । সারা বিশ্বে যখন বিভিন্ন কোটা( চাকুরী) নিয়ে বর্তৃতা, সভা ,সেমিনার,মিটিং ও মিছিল এমনকি শিশুদের স্কুলে ভর্তির কোটা শুরু হয়েছে ।সেখানে নাম না (গাপন) জানা ভালবাসার কোটার দাবীতে শুরু হয়েছে তা’দের মধ্যেও এব কাহিনী ।এদের মধ্যে প্রেমিক(কল্পনায়)-Mএবং পেৃমিকাR । যার অর্থ এমআর।এখানে এম আর কে মারিজ রেজিষ্টার ও বলা যায় । MএবংR তারা একে অপরের প্রতিবেশী । তারা দু’জনেই গ্রামের একটা উচু স্কুলে পড়াশোনা করে একটু একটু পরিচিত ভাব । R ৬ষ্ঠ শ্রেনীতে পেড়ে এবং M তার চেয়ে তিন ক্লাস উপরে পড়ে । প্রতিটি মানুষের জীবনে ভাল লাগা ও ভালবাসার বিষয়টি সক্রিয় ভাবে উপস্থিত থাকে । কেউ তা সঠিক সময়ে অনুধাবন করে সামনের দিকে চলতে থাকে আবার কেউ তা মনের অগোচরেই রেখে লালন করে থাকে এবং মনে কষ্ট অনুভব করে । এর ফলে M তার মনের অনুভূতি ব্যক্ত করার জন্য বিভিন্ন সিনেমার নায়কের ন্যয় R তে পাওয়ার জন্য বা তার ভালবাসার জন্য স্ব-হস্তে লিখিত একটি পত্র নিজ পায়ে হেটে R এর হাতে স্ব-শরীরে দেয় । পত্রটি হাতে পেয়ে R কোন কথা না বলে, কোটা ভিত্তিক ভালবাসার কথা না চিন্তা করে সেখান থেকে চলে যায় নিজ বাড়ীতে। পরে R তার মনের অনুভূতি না প্রকাশ করে সে ও তার দেখা সিনেমার ভিলেনের মত মনে করে তার মনের মত কোটা বাতিলের ব্যবস্থা গ্রহন করে । M কে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে তার মাকে পরে বাবাসহ প্রতিবেশী বন্ধু-বান্ধবদের উক্ত ঘটনাগুলো খুলে বলে । কারন সে তার চাচাত ভাইয়ের কোটা দাবী প্রত্যাখান করেছে । এদিকে M তার R এর উত্তরে অপেক্ষায় অপেক্ষা করতে থাকে । অবশেষে R এর বাবার- বয়স ভিত্তিক না বোধক উত্তর শুনে M এর  মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার মত উপক্রম হয়েছিল । কারন তার আশা ছিল R এর মুখ হতে কোটা ভিত্তিক ভালবাসার উত্তর শোনা । M এর দাবী ছিল চাচাত বোন R এর উপর । কেননা বাবার কোটা চাচা এবং চাচাত ভাইয়ের কোটা চাচাত বোন । Mও R এর মত চাকুরী কোটায় সরকার ও ছাত্র-শিক্ষকদের দাবী কতটা যুক্তিপূর্ণ তা বিবেচ্য বিষয় । Mও R এর কোটা ভিত্তিক ভালবাসার দাবী কতটা যুক্তিপূর্ণ তার বিচার আপনাদের উপর এবং Mও R এর কোটা ভিত্তিক ভালবাসা কি করলে সফল হত বলে মনে কর ।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply