GOOD NEWS HEADLINE

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Job: News Headline everyday1

alampur

 

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

সাধারন ছুটি ১৪ তারিখ ও প্রাঃবিঃ ১ম সামঃ পরিক্ষা স্থগি হতে পারেঃ



সাধারন ছুটি ১৪ এপ্রিল তারিখ পর্যন্ত বর্ধিত ও প্রাঃবিঃ ১ম সামঃ পরিক্ষা স্থগিত হতে পারেঃ
     বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-১৯-এর বিস্তার থেকে দেশবাসীকে রক্ষা করতে সাধারণ ছুটি আরও বাড়ানো হতে পারে ইতিপূর্বে ২৬ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হতে পারে বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে সোমবার (৩০ মার্চ) যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানা যায় প্রতিবেদনে আরও জানা যায়, দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের বিস্তার কতটা ঘটেছে বা ঘটছে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রতিদিনই সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগের কর্তব্যক্তিদের সঙ্গে কথা বলছেন সর্বশেষ আপডেট জানছেন, দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতিও পর্যালোচনা করছেন পরিস্থিতির অন্যান্য বিশ্লেষণের ওপর নির্ভর করে ছুটি বাড়ানো হতে পারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল রোববার সকালে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ছুটি বাড়া বা না বাড়া পরিস্থিতির ওপর নির্ভর করছে বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন মন্ত্রী বলেন, ছুটি বৃদ্ধির কারনে প্রথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরিক্ষা বাতিল হফে পারে বলে ও তিনি মন্তব্য করেন।

এইচ,এস,সি পরিক্ষা-২০২০ সময়সূচি পরিবর্তন

এইচ,এস,সি পরিক্ষা পেছানো হতে পারেঃসারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রম্নত বৃদ্ধি এবং গত বুধবার এই রোগে আক্রান্ত একজনের মৃতু্য হওয়ায় পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি অধিক যুক্তিসংগত হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। জানা যায়, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় আইনশৃঙ্খলা কমিটির বুধবার সভা ডেকেও তা স্থগিত করেছে। পরীক্ষা উপলক্ষে নির্ধারিত সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়েছে। এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সচিবদের সভাও স্থগিত করা হয়। সব মিলিয়ে পরস্থিতি পর্যাবেক্ষণ করে আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসার সম্ভাবনার কথা দৈনিক শিক্ষাকে জানিয়েছে একাধিক সূত্র। একাধিক সূত্রমতে, পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সোমবার বা মঙ্গলবার সবাইকে জানাতে পারে সরকার। পরীক্ষার্থী ও অভিভাবকদের দাবি, একটি ক্লাসের ৩০-৪০ জন শিক্ষার্থীকে পাঠদান করানো হয়। আর পরীক্ষার হলে অন্তত ৭০-৮০ জনকে এক রুমে বসানো হয়। পরীক্ষার কক্ষে শিক্ষক, প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করেন। পরীক্ষার কেন্দ্রের বাইরে পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষও ভিড় করেন। পরীক্ষার্থীদের নিজ কলেজ থেকে দূরের কলেজ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়। এসব কারণে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউক হক বুধবার রাতে দৈনিক শিক্ষাকে বলেন, পরীক্ষা পেছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের দাবি, আইইডিসিআর ঘোষণার পর পরীক্ষায় বসতে যাওয়া ১১ লাখের বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে নির্ধারিত তারিখে পরীক্ষা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। এর আগে করোনাভাইরাসের কারণে পরীক্ষা শুরুর মাত্র ১৫ দিন আগে গত সোমবার সারাদেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বুধবার করোনাভাইরাসে একজনের মৃতু্য ঘোষণার পর বাসা থেকেও বের হতে ভয় পাচ্ছেন। অভিভাবকদের দাবির মুখে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করা যায়নি। তাই গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ঘরে থাকে। গত সোমবার এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনে বলেছিলেন, আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কাছাকাছি সময় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পরপর সিট প্লান করা হবে।

JOYBANGLA-2020

JOYBANGLA-2020

জয় বাংলাজাতীয় স্লোগান ঘোষণা করে রায় হাইকোর্টের

 জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সংক্রান্ত রুল নিষ্পত্তি শেষে মঙ্গলবার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। রায়ে আদালত বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলাস্লোগান বলতে দিতে হবে।

আদালত আরো বলেন, সামনে যেসব জাতীয় দিবস আছে, প্রতিটি দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণ বা বক্তব্যের শুরু শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে।

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী . বশির আহমেদ। রিটের ওপর রুল জারি করেন হাইকোর্ট।

রুলে, ‘জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব শিক্ষা সচিবকে জবাব দিতে বলা হয়।

রুল নিষ্পত্তি শেষে মঙ্গলবার (১০ মার্চ) রায় ঘোষণা করা হলো।