সুপারিশপ্রাপ্তদের যোগদান করানোর শেষ সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধানরা
নিজস্ব
প্রতিবেদক | ০৮
এপ্রিল,
২০১৯
বেসরকারি শিক্ষা
প্রতিষ্ঠানে শিক্ষক
পদে
এনটিআরসিএর সুপারিশ পাওয়া
প্রার্থীদের যোগদান
করানোর
শেষ
সুযোগ
দিচ্ছে
শিক্ষা
মন্ত্রণালয়। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানে বাধা
দেয়ায়
সাড়ে
তিন
শতাধিক
প্রতিষ্ঠানের প্রধান
ও
ম্যানেজিং কমিটির
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার
সুপারিশ করে
বেসরকারি শিক্ষক
নিবন্ধন ও
প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এ
প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে
সুপারিশপ্রাপ্তদের শিক্ষক
পদে
যোগদান
করিয়ে
নিতে
প্রতিষ্ঠান প্রধানদের শেষ
সুযোগ
দেবে
শিক্ষা
মন্ত্রণালয়। সোমবার
(৮
এপ্রিল)
মন্ত্রণালয়ে মাধ্যমিক ও
উচ্চ
শিক্ষা
বিভাগের বিশ্বস্ত সূত্র
দৈনিক
শিক্ষাকে এ
তথ্য
নিশ্চিত করেছে।
জানা গেছে,
বেসরকারি শিক্ষা
প্রতিষ্ঠানে প্রায়
৪০
হাজার
শূন্য
পদে
শিক্ষক
নিয়োগের সুপারিশ করতে
গত
ডিসেম্বর মাসে
গণবিজ্ঞপ্তি জারি
করে
এনটিআরসিএ। এ
প্রেক্ষিতে গত
জানুয়ারিতে সাড়ে
৩১
হাজার
শূন্য
পদে
শিক্ষক
নিয়োগের সুপারিশ করা
হয়।
কিন্তু
সুপারিশপ্রাপ্তদের যোগদান
করায়নি
অনেক
প্রতিষ্ঠান পরিচালনা কমিটি
ও
প্রতিষ্ঠান প্রধানরা। এ
প্রেক্ষিতে ভুক্তভোগী প্রার্থীরা আবেদন
করেছিলেন এনটিআরসিএতে। তাদের
আবেদনগুলো আমলে
নেয়
মন্ত্রণালয় ও
এনটিআরসিএ। সম্প্রতি সাড়ে
তিনশর
বেশি
প্রতিষ্ঠানের প্রধান
ও
ম্যানেজিং কমিটির
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার
সুপারিশ করা
হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠান প্রধান ও ম্যনেজিং কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে শেষ সুযোগ দেয়া হবে। এ প্রেক্ষিতে চিঠি দেয়া হবে। সুপারিশপ্রাপ্তদের যোগদান করিয়ে নিতে বলা হবে চিঠিতে।এনটিআরসিএ সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের
No comments: