পররাষ্ট্রমন্ত্রী
ড. এ কে আব্দুল
মোমেন বলেছেন, তথ্য প্রযুক্তির যুগে
ই লার্নিংয়ের মাধ্যমে সারাবিশ্ব হবে শিক্ষার্থীদের পাঠশালা। এতে
আগামীতে শিক্ষার্থীদের বইয়ের বোঝা বহন
করতে হবে না।
একটি আইপ্যাড নিয়েই তারা স্কুলে
যেতে পারবে। আমরা
গঠন করতে পারবো একটি
উন্নত জাতি।
newsletters24.blogspot.com
শনিবার
(৩০ মার্চ) দুপুরে সিলেট
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে
সেসিপ-এর আওতায় সিলেট
অঞ্চলের ইলার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী
বলেন, টেকনোলজির যথাযথ ব্যবহার ও
ইলার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা উৎকর্ষতা ও পরিপক্কতা অর্জন
করবে এবং আমরা পাব
একটি উন্নত জাতি।
টেকনোলজিই হলো আমাদের প্রধান
হাতিয়ার, যার মাধ্যমে আমরা
আমাদের জনগণকে জনসম্পদে পরিণত
করতে পারব। ডিজিটাল
টেকনোলজি শিক্ষকদের সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে
শিখতে হবে এবং সে
অনুযায়ীশিক্ষার্থীদের শেখাতে হবে।
মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক
অধ্যাপক মো. হারুনুর রশীদের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন শিক্ষা মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব ড. মো.
মাহামুদ-উল হক, সিলেটের
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচারক অধ্যাপক
ড. সামসুন নাহার, ইথিক্র
অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন
খান প্রমুখ।
Comments