GOOD NEWS HEADLINE

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Job: News Headline everyday1

alampur

 

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

ঢাকা সিটি নির্বাচনের খবর

ঢাকা সিটি নির্বাচনের খবর
দুই সিটির নির্বাচন নিয়ে যা যা ঘটেছিল



ভোটার কম হওয়ার দায় ইসির না:সিইসি
সিইসি কে এম নুরুল হুদা। প্রথম আলাে ফাইল ছবিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের পরিবেশ তৈরি করে। তারা ভোটার আনে না। তাই আজ দুই সিটির নির্বাচনে ভোটারের উপস্থিতি যে কম, এর দায় ইসির না। দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোরই।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সামনে সিইসি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম উপস্থিত ছিলেন।
গত দুই দিনের মতো আকাশ আজও মেঘলা। থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে সকালে। এই পরিবেশে ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিজয়ীরা নির্বাচিত হবেন এক বছরের জন্য।
আজ সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুব কম।
সিইসিকে ভোটারবিহীনএ নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলেন তিনি বলেন, নির্বাচন ভোটারবিহীন নয়। ভোটার উপস্থিতি কম। তবে দিন শেষে এই উপস্থিতি কিছুটা বাড়বে। তবে সার্বিক বিবেচনায় ভোটার উপস্থিতি কম।
ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে দুটো কারণের কথা উল্লেখ করেন সিইসি। নুরুল হুদা বলেন, একটি কারণ হলো, এ নির্বাচনের মেয়াদ অল্প দিনের। ফলে ভোটারদের আগ্রহ কম। আবার এখানে সব দল অংশ নেয়নি। এতেও উপস্থিতি কম হয়েছে।
নির্বাচনে উপস্থিতির হার কম হওয়ায় নির্বাচন কমিশনের দায় আছে কি নাএমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচন কমিশন ভোটের পরিবেশ তৈরি করে। ভোটারদের তারা বাড়ি বাড়ি গিয়ে আনে না। এ কাজ করে প্রার্থী ও রাজনৈতিক দল। তাই উপস্থিতি কমের দায় তাদের।
নির্বাচনে সব দল যে এল না ইসি কি তার দায় নেবেসাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, এটা রাজনৈতিক দলের দায়। এখানে নির্বাচন কমিশনের কোনো দায় নেই।ঢাকা সিটি নির্বাচনের খবর

এস,এস,সি পরিক্ষায় স্কুলের ব্যবহারিক নম্বর প্রদান

newsletters24.blogspot.com
২০১৯ সালের এস,এস,সি পরিক্ষার নিম্ন লিখিত 





বিষয়ের ব্যবহারিক পরিক্ষা স্কুলে অনুষ্ঠিত হইবে

বে-সরকারী শিক্ষকদের বদলীর নীতিমালা


বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করবে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক শিক্ষাডটকম বদলির নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যানের সাক্ষাৎকার নিয়েছেন দৈনিক শিক্ষার প্রতিবেদক বোরহান হাসান নাঈম রুম্মান তূর্য  আজ বুধবার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগে যদিও বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে বিগত বহু বছর যাবত শুধু আলোচনা চলেছে বিগত সরকারগুলো ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ নেয়নি বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু না করার পক্ষে সরকারি কর্মকর্তাদের যুক্তি হলো, ‘এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতা কম পান বাড়ি ভাড়া পান নামকাওয়াস্তে সামান্য কিছু টাকা এই অবস্থায় নিজ জেলা থেকে অনেক দূরে কাউকে বদলি করলে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ভাড়া করে থাকা তার জন্য কষ্টকর হবে কিন্তু এখন সময় বদলে গেছে সরকারি শিক্ষকদের মূল বেতনের শতভাগ পান এমপিওভুক্ত শিক্ষকরা চিকিৎসা বাড়ীভাড়াও পান সামান এছাড়াও প্রতিষ্ঠানের আয় রয়েছে এছাড়া সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত প্রায় ৪০ হাজার শিক্ষকের অধিকাংশই নিজ জেলার বাইরে চাকরি যোগ দিতে হচ্ছে তারা যাতে নিজ জেলায় ফেরত আসতে পারেন সেদিকটাও বিবেচনায় রয়েছে সরকারের সুতরাং জোরালো দাবি উঠেছে বদলির নিয়ম চালু করার 
জানা যায়, ১৯৯৫ খ্রিস্টাব্দে জারি করা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ ছিল একইভাবে ২০১৮ খ্রিস্টাব্দের ১২ জুন জারি করা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালায়ও বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালার কথা বলা হয়েছে 
সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি হাই স্কুল এবং কলেজ শিক্ষকদের বদলির নীতিমালা রয়েছে। সরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী কোন শিক্ষক তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও রাজধানীর একেকটি শিক্ষা প্রতিষ্ঠান ১৭-১৮ বছর ধরে আছেন শিক্ষকরা
বুধবার ( ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে সভায় উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি বলেছেন, নীতিমালার খসড়া তৈরি করতে সময় লাগবে অবস্থায় সভায় প্রস্তাব ওঠে খসড়া নীতিমালা তৈরির দায়িত্ব এনটিআরসিএকে দেয়ার তবে, প্রায় দুই মাসে আগেই খসড়া নীতিমালা তৈরির প্রাথমিক কাজ শুরু করে এনটিআরসিএ সরকারি হাইস্কুল কলেজ শিক্ষকদের বদলির নীতিমালা অনুসরণ করে খসড়া তৈরি হচ্ছে চুড়ান্ত করে জারি করবে শিক্ষা মন্ত্রণালয়